এনইইউবি এলএল বি (অনার্স) উত্তীর্ণদের বার কাউন্সিলে রেজিস্ট্র্রেশন কার্ড প্রদান
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ১২:৫৩:০৫ অপরাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এরআইন ও বিচার বিভাগের এলএল বি (অনার্স) উত্তীর্ণ শিক্ষার্থীদের বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক এডভোকেটশীপ পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হচ্ছে। বাংলাদেশ বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪শে জুলাই, ২০১৯ তারিখ, বুধবার ঢাকাস্থ বাংলদেশ বার কাউন্সিলের প্রধানকার্য্যালয়-ইউনিক হাইটস, ১১৭ কাজী নজরুল ইসলাম এ্যভিনিউ-এসকাল ১০টা থেকে ১২-৩০ঘটিকা পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হবে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সামার-২০১৬, ফল-২০১৬, স্প্রিং-২০১৭, সামার-২০১৭, ফল-২০১৭, স্প্রিং-২০১৮, সমার-২০১৮, ফল-২০১৮ এবং স্প্রিং-২০১৯ সেমিস্টারের এলএলবি (অনার্স) উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে উল্লিখিত তারিখ ও সময়ে যথা স্থানে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বার কাউন্সিলের রেজিস্ট্রেশন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে প্রয়োজনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে-এরআইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. নায়ীম আলীমুর হায়দার এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।