বাহুবলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ১২:৫৬:৫০ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এতে জেলা প্রশাসক উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলার জননন্দিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, নবাগত ইউএনও আয়েশা হক, প্রকল্প কর্মকর্তা আশীষ কর্মকার, ৭নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বশির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।