ধর্মপাশায় ফরমালিন বিরোধী অভিযান
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ১:১২:৫১ অপরাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা মাছ বাজারে গতকাল শনিবার বিকেল তিনটার দিকে ফরমালিন বিরোধী এক অভিযান পরিচালিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আব্দুর রহিম মিয়া। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার এসআই জহির আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মুর্তুজা আলী, ইউএনওর কার্যালয়ের অফিস সহকারী (নাজির) আবুল হাসান প্রমুখ।