ওসমাননীগরে ৫ কোটি টাকার সরকারী ভূমি দখল প্রচেষ্টা ব্যর্থ
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ৫:৩২:০৪ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি :
ওসমানীনগরে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ একর সরকারী ভূমিতে অবৈধভাবে পুঁতে দেয়া সাইনবোর্ড অপসারণ করেছে বিদ্যুৎ বিভাগের লোকজন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মালিকানাধীন সরকারী এ সম্পত্তি উদ্ধারে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, এক সপ্তাহ পূর্বে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের দুলিয়ারবন্দ মৌজার তাজপুর বাজার সংলগ্ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর মালিকানাধীন ১ একর ভূমিতে “খরিদ সূত্রে স্বত্ব মামলায় স্বত্ববান” লিখে উপজেলার কাশিপাড়া গ্রামের আহমদ ছানাউল হক, মাটিহানি গ্রামের ওয়ারিছ আলী, মোকামপাড়া গ্রামের আলা মিয়া ও মফিজ আলী একটি সাইনবোর্ড পুঁতে দেন। বিষয়টি এলাকাবাসির নজরে এলে এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। ১৩ জুলাই ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া তাঁর নিজের ফেইসবুকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভূমি অবৈধ দখল হয়েছে এবং সরকারী সম্পত্তি উদ্ধারের জন্য একটি স্ট্যাটাস দেন। এরপর তিনি বিদ্যুৎ উন্নয়ন বিভাগের বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর কর্মকর্তা যুবলীগ সভাপতির সহযোগিতায় স্থানীয় তহসিল অফিস থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মালিকানায় আসা একটি প্রিন্ট পর্চা উত্তোলন করেন।
গত ১৮ জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় উপজেলা যুবলীগ সভাপতি আনা মিয়া তাজপুরস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরকারী সম্পত্তি অবৈধ দখল প্রসঙ্গে বক্তব্য প্রদান করেন। আনা মিয়া তার বক্তব্যে সরকারী এ মূল্যবান সম্পত্তি উদ্ধার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, সরকারী সম্পত্তি অবৈধ দখল প্রসঙ্গে বক্তব্য প্রদান করলে উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান তাৎক্ষণিক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট লোকদের সাথে কথা বলেন। ঐদিন বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর লোকজন থানায় এসে সাধারণ ডায়েরি করে সরজমিনে গিয়ে সরকারী সম্পত্তিতে দখলদারদের অবৈধ পুঁতে দেয়া সাইন বোর্ড তুলে ফেলে দেন।
ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকজন সরকারের পক্ষে থানায় এসে একটি সাধারন ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। সরকারী সম্পত্তি রক্ষায় থানা পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে।