চুনারুঘাটে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ৫:৩৫:৫৫ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি :
সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় চুনারুঘাটে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৯ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। পরে এক বর্ণাঢ্য র্যালী চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে চুনারুঘাট বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সরকারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) এস.এম আজহারুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে বিভিন্ন জাতের চারা বিতরণ করেন এবং কৃষকদের কৃষি যন্ত্রাংশ বিতরণ করা হয়। মেলায় ১৫টি স্টল রয়েছে। আগামী ২২ জুলাই সোমবার কৃষি প্রযুক্তি মেলা শেষ হবে।