ব্রাহ্মণ পুরোহিতবৃন্দের আত্মোপলব্দির জন্য বেদচর্চা ও শাস্ত্রচর্চার প্রয়োজন—ড. কানাই লাল
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ৫:৩৯:৩৮ অপরাহ্ন
বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহবায়ক বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. কানাই লাল চক্রবর্ত্তী বলেছেন, সনাতন ধর্মীয় সকল সম্প্রদায়ের সামগ্রিক উন্নতি এবং ব্রাহ্মণ পুরোহিতবৃন্দের আত্মোপলব্দির জন্য বেদচর্চা ও শাস্ত্রচর্চার প্রয়োজন। স্বদেশ প্রেমের স্বমহিমায় উদ্ভাসিত হয়ে স্ব স্ব সমাজের উন্নতির জন্য ব্রাহ্মণ পুরোহিতবৃন্দের বেদ-স্মৃতি অনুসারে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি শুক্রবার বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ শ্রীশ্রী ভোলানন্দ গিরি আশ্রমে বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় আহবায়ক পিযুষ কান্তি ভট্টাচার্য এর সভাপতিত্বে ও মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য, সংগঠনের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অহিন্দ্র কুমার চৌধুরী পিনাক, কেন্দ্রীয় মহাসচিব বিশ^জিৎ ভট্টাচার্য্য, ইউএনএফডি’র কনসালটেন্ট ড. বিপ্লব ব্যানার্জি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী স্বপন রায় চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য।
যোগেশ্বর চক্রবর্তী পিন্টু ও শিব প্রসাদ ভট্টাচার্য্য নন্দন এর যৌথ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা কমিটির আহবায়ক এডভোকেট সন্তোষ কান্তি ভট্টাচার্য্য। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা ফনি ভূষণ শর্মা ও তপন ভট্টাচার্য্য, সদস্য সচিব দেবব্রত ভট্টাচার্য্য, যুগ্ম আহবায়ক এডভোকেট বিপ্র দাস ভট্টাচার্য্য, রতন মনি মোহন্ত, সিলেট মহানগর কমিটির আহবায়ক যশোদা নন্দন চক্রবর্তী, সদস্য সচিব কল্যাণ চক্রবর্তী অলন, যুগ্ম সদস্য সচিব মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, জেলা কমিটির সদস্য সচিব নবীন কুমার ভট্টাচার্য্য, যুগ্ম সস্য সচিব অরিজিত কুমার চৌধুরী ও সুভাষ চক্রবর্তী, অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, অভিমুন্য ভট্টাচার্য্য, অধ্যক্ষ দিপঙ্কর চৌধুরী, রঞ্জিত ভট্টাচার্য্য, রক্ষা বিজয় ভট্টাচার্য্য, রজত চক্রবর্তী, অশোক চক্রবর্তী, প্রমথ চক্রবর্তী, দীপঙ্কর শর্মা চৌধুরী, বিশ^জিৎ চক্রবর্তী সুমন, রিংকু ভট্টাচার্য্য, রিপন গোস্বামী, দেবাশীস চক্রবর্তী, অধ্যাপক রাকেশ শর্মা, জনার্দন গোস্বামী, যীষু শর্মা রাজু, কন্দর্প কেশব গোস্বামী প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় সিলেট বিভাগের ব্রাহ্মণ পুরোহিতবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি