সাংবাদিক সিন্টুর ভাইয়ের পরলোকগমণ
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ৫:৪৮:৩৬ অপরাহ্ন
দৈনিক কাজিরবাজার পত্রিকার সিনিয়র সাংবাদিক ও সিলেট প্রেসক্লাবের সদস্য সিন্টু রঞ্জন চন্দের বড়ো ভাই কানু রঞ্জন চন্দ পরলোকগমণ করেছেন। শুক্রবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ৫ ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। কানু রঞ্জন চন্দ দক্ষিণ সুরমার ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকরের কৃষণপুরের জিতেন্দ্র মোহন চন্দের ছেলে।
এদিকে কানু রঞ্জন চন্দ’র মৃত্যুতে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি