ওসমানীনগরে ১১ জনকে গুণীজন সম্মাননা
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ৫:৫২:৫৩ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি ::
ওসমানীনগরে সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী সংগঠন, নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে গুনীজন সম্মাননা পদক প্রদান উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩য় বারের মত ওসমানীনগর ও বালাগঞ্জ থেকে ১১ জনকে পদক প্রদান করা হয়েছে।
তারা হলেন প্রবাসী ব্যক্তিত্ব শেখ মোঃ মফিজুর রহমান ফারুক ও মোঃ আবদুল মুহিত সিরাজী, জনপ্রতিনিধি: এম জি কিবরিয়া, এম জি রাসুল খালেক আহমদ লটই, মোঃ আব্দুল হাফিজ (এ মতিন), মানব সেবায়ঃ ডাঃ মহি উদ্দিন আহমেদ, মির্জা আবু নাসের মোহাম্মদ রাহেল, সংগঠকঃ এম মনজুর আহমদ মনজু, রোটারিয়ান এনামুল হক, তারুন্যঃ মোঃ সাইফুল ইসলাম, মোঃ সেলিম মিয়া।
গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার দয়ামীরস্থ বঙ্গবীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্থার সভাপতি শাহাব উদ্দিন শাহিন এর সভাপতিত্বে ও শেখ ফয়ছল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত গুনীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মোঃ গয়াছ মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী, পশ্চিম পৈলনপুন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাফিজ এ মতিন গেদাই, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান খালেক আহমদ লটই, দয়ামীর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মশাহীদ, প্রবীণ সাংবাদিক বদরুল আলম চৌধুরী, নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা বেগম চৌধুরী, সমাজ সেবক জুবায়ের আহমদ শাহীন, ইউসুফ আলী, আব্দুর রউফ, আব্দুল মালেক, শরীফ আহমদ চৌধুরী, কাজী মঞ্জুর আহমদ, নাজমুল আহমদ চৌধুরী, এসও এস শিশু পল্লীর কর্মকর্তা অঞ্জন চন্দ্র দাস, আর ডি আর এস বাংলাদেশের কর্মকর্তা মিজানুল হক।
২০১৪ সাল থেকে সংস্থাটি বিভিন্ন ক্যটাগরিতে দুই উপজেলার গুণি লোকদের মধ্যে নিরাপদ পদক প্রদান করছে।