নগরীর শেখঘাট ও ঘাসিটুলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ৭:০৯:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর শেখঘাট ও ঘাসিটুলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল শনিবার জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও মহানগর পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। এ সময় ২০টি ছোট-বড় অবৈধ বাড়ি ও দোকানঘর উচ্ছেদ করা হয়। এদিকে, সিলেট সার্কিট হাউজের সামনে থেকে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করার পরও আদেশ অমান্য করে গাড়ি পার্কিং করায় ৩টি ট্রাক রেকারিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।