হবিগঞ্জে নদী দখলদারদের উচ্ছেদ করা হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ৭:১৪:২৩ অপরাহ্ন
সিদ্দিকুর রহমান মাসুম, হবিগঞ্জ
হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ নদীর বাঁধে গার্ড ওয়াল দেওয়া হবে। নদীগুলো রক্ষা করার জন্য প্রকল্প তৈরী করা হয়েছে। অবৈধ দখলদারদের পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। দ্রুত তা বাস্তবায়নের জন্য কাজ চলছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
গতকাল শনিবার সকালে প্রতিমন্ত্রী হবিগঞ্জে নতুন ও পুরাতন খোয়াই নদী প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পুরাতন খোয়াই নদীর প্রকল্প অনেক বড়। শহর রক্ষা করার জন্য নতুন খোয়াই নদীতেও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেয়া হবে। সবগুলো একই প্রকল্পে নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি কাজই সময় সাপেক্ষ। কারণ এগুলো সরেজমিন দেখতে হয়। প্ল্যানিং করতে হয়। এরপর প্রক্রিয়া শেষে এটির কাজ শুরু করতে হয়। পরিদর্শনকালে তার সাথে ছিলেন শাহ নওয়াজ মিলাদ গাজী এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।