নগরীতে পর্ণোগ্রাফি আইনে যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ৭:২২:১৪ অপরাহ্ন
বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে গোপনে অন্তরঙ্গ গোপন পরিবেশে ভিডিও ভাইরাল করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগে কথিত এক প্রেমিককে আটক করেছে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় নগরীর শাহী ঈদগাহ এলাকার ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানার এসি ইসমাইল মিয়া ও ওসি সেলিম মিয়া বিষয়টি তদন্ত করেন। তদন্তের পর এএসআই মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে একদল পুলিশ শুক্রবার দুপুর ১টায় নগরীর সুরমা পয়েন্ট থেকে প্রমাণসহ ছাতক উপজেলার চিছরাওলী বড়াইয়া বাজার গ্রামের মাহমুদুর রহমানের ছেলে তৌহিদুর রহমান এহিয়া নামক ঐ ব্যক্তিকে আটক করে।
কোতোয়ালী মডেল থানার ওসি সেলিম মিঞা জানান, ভিকটিম তরুণী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। প্রায় ৫ থেকে ৬ মাস পূর্বে গ্রেফতার তাওহিদুর রহমান এহিয়ার সাথে ফেইসবুকে পরিচয়ের সুত্রধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর শারীরিক সম্পর্ক গড়ে উঠে। পর্ণোগ্রাফি আইনে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।