র্যাবের অভিযানে মাদকসহ ২ জন আটক
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ৭:২৩:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
সিলেটের জকিগঞ্জে ও শহরতলীতে র্যাবের পূথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও চোলাই মদসহ দুইজন পেশাদার মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৯ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় র্যাব-৯ এর সিপিসি-১ সিলেট ক্যাম্পের মেজর মোঃ শওকাতুল মোনায়েমের নেতৃত্বে শেওলা-জকিগঞ্জ সড়কের কাদিপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত এনাম উদ্দিন (৩৫) জকিগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের আব্দুল করিমের পুত্র।
এ সময় তার সাথে ৫৭৩ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা উদ্ধার করে র্যাব। উদ্বারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ দিকে শনিবার দুপুরে শহরতলীর লাক্কাতুরা স্টেডিয়াম সংলগ্ন মহাপ্রভু আখরা মন্দির এলাকায় অভিযান চালিয়ে শ্রী মিন্টু মুদী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। তিনি লাক্কাতুরা চা বাগান এলাকার মৃত কান্দ মুদীর পুত্র। সদর কোম্পানী সিলেট ক্যাম্পের মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইন এর নেতৃত্বে এ অভিযানে ৫৩ লিটার চোলাই মদসহ ধৃতব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্বারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারর্পোট থানায় হস্তান্তর করা হয়েছে।