ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ৭:২৮:১৪ অপরাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাঘাউছা গ্রামের সামনের ডোবার পানিতে ডুবে গতকাল শনিবার দুপুরে স্বপ্নীল চৌধুরী নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক শংকর চৌধুরীর ছেলে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাঘাউছা গ্রামের সাড়ে তিনবছর বয়সী শিশু স্বপ্নীল চৌধুরী গতকাল শনিবার বেলা একটার দিকে নিজ বাড়ির সামনের উঠানে খেলাধুলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে সে ডোবার পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। বেলা দেড়টার দিকে নিজ বাড়ির সামনের খানিকটা অদূরে পানিতে ভাসমান থাকা অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী। পওে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্বপ্নীলকে মৃত ঘোষণা করেন। জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এই শিশুটির মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।