সিকৃবিতে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ৭:৩৮:১৮ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ও জনস্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদে অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম সিদ্দিকী এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের সাউরেস এর সহযোগী পরিচালক ড. মাহমুদুল ইসলাম এবং সিলেট সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: নুরুল ইসলাম।
প্রশিক্ষণে বক্তারা বলেন, এন্টিবায়োটিক এর প্রতি ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্ট হয়ে উঠা আজ বিশ^ব্যাপি এক সমস্যা হয়ে দাড়িয়েছে। গবাদিপ্রাণি ও পোল্ট্রিতে অনিয়ন্ত্রিত এবং অতিমাত্রায় এন্টিবায়োটিক ব্যবহার এই সমস্যাকে ক্রমান্বয়ে বাড়িয়ে তুলছে। তাই এ বিষয়ে পোল্ট্রি খামারিসহ সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আর জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করছে সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের গবেষকরা। প্রশিক্ষণ কর্মশালায় সিলেট সদর উপজেলার বিভিন্ন পোল্ট্রি খামারিরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি