নগরীতে ডিবি পুলিশের হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ৭:৪৩:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
নগরীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২ টায় কুমারপাড়া শাহী ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে পারভেজ আহমদ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। সে পিতা কুমারপাড়ার ফেরদৌস মিয়ার ভাড়াটিয়া মোঃ ইয়াছিনের ছেলে। এ সময় তার কাছে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা নং- ৪৭। একইদিন রিকাবীবাজারস্থ পুলিশ লাইন্স হাই স্কুলের সামনে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলটসহ আনোয়ার হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ী আটক করে ডিবি পুলিশ। সে মুন্সিপাড়া, ৪৬ নাম্বার বাসার মহন মিয়ার পুত্র। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই সৌমেন দাস বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন
অপরদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃত মিজান মিয়া (৩০), মোগলাবাজারের পারাইরচকের মৃত কামাল মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ১১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় এসআই শাওন মাহমুদ অপু বাদী তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।