নবীগঞ্জে পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত ১২
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ৭:৪৫:১০ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ১২ জন আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে। বিভিন্ন বিরোধের জের নিয়ে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ওই উপজেলার বিভিন্ন গ্রামে। আহতরা হলেন-উপজেলার গুজাখাইড় গ্রামের আলতাফ মিয়ার পুত্র শফিকুল ইসলাম (৩৫) কানাইপুর গ্রামের মোঃ জমশেদ মিয়ার স্ত্রী ছুলেকা বেগম (২৫) নোয়াগাঁও গ্রামের মোঃ সুজন মিয়ার কন্যা ইয়াসমিন বেগম (১৫) তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫) শামারগাঁও গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী সাজেনা বেগম (৩৫) আদিত্যপুর গ্রামের বিকাশ শীল এর স্ত্রী ঝরনা শীল (৩০) কমলাপুর গ্রামের ফঠিক মিয়ার পুত্র মোঃ বিলাল আহমেদ (২০) পূর্ব তিমিরপুর গ্রামের তুলফু মিয়ার পুত্র জসিম তালুকদার (২৪) কসবাহ গ্রামের ফজলুল হক এর পুত্র এহসানুল হক লিটু (৩০) জাহিদুল ইসলামের স্ত্রী শাহানা বেগম (৫০) কমলাপুর গ্রামের হরে- করের পুত্র বেলা কর (৩০) ছোট শাকোয়া গ্রামের আহমদ আলীর পুত্র মোঃ মোতাহির আলী (২১) হরিপুর গ্রামের তমিজ উল্লার পুত্র সুনাম উদ্দিন (২৫)। তাদেরকে গতকাল শনিবার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।