জুড়ী ও মাধবপুরে ২ যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ৭:৫১:৫৬ অপরাহ্ন
জুড়ী ও হবিগঞ্জ সংবাদদাতা :
মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের তিনদিন পর শিবুল মিয়া (২৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শিবুল উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আহমদ আলীর পুত্র।
স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য মতছিন আলী জানান, বৃহস্পতিবার রাত থেকে শিবুল নিখোঁজ ছিল। তাঁর পরিবার অনেক খোঁজ করেও কোন সন্ধান পায়নি। রোববার বিকাল চারটার দিকে একই ইউনিয়নের মনোহরপুর এলাকায় বন্যার পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন শিবুলের লাশ সনাক্ত করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য শিবুলের লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সংবাদদাতা জানান, হবিগঞ্জের মাধবপুর বাস ষ্ট্যান্ডের একটি যাত্রীবাহী বাসের টিকেট কাউন্টার থেকে শাহ আলম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঢাকা গামী বাসের একটি টিকেট কাউন্টার থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের বাসিন্দা।
জানা যায়, শনিবার সকালে লোকজন ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাস ষ্ট্যান্ড এলাকার হবিগঞ্জ থেকে ঢাকাগামী বাসের একটি টিকেট কাউন্টারের মুমূর্ষ অবস্থায় শাহ আলম কে দেখতে পান। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। খবর পেয়ে থানার এএসআই কফিল উদ্দিন ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন। মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, সে হার্ট অ্যাটাক করেছিল। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।