খেলার মাঠ থেকে স্কুল ছাত্র নিখোঁজ, শ্রীমঙ্গলে আতঙ্ক
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৯, ৫:৫২:২৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
গত দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না মৌলভীবাজারের শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার ৫ম শ্রেণির শিক্ষার্থী শামসুল হুদা নাদিম কে। শুক্রবার বিকেলে বাসা পাশে খেলার মাঠ থেকে সে নিখোঁজ হয়। তাকে তার আত্মীয় স্বজনসহ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবার থেকে জানানো হয়েছে। এঘটনায় রাতেই শিশু নাদিমের পিতা ফরিদ মিয়া শ্রীমঙ্গল থানায় পুত্র নিখোঁজের ব্যাপার সাধারণ ডায়েরী ভুক্ত করেছেন। এদিকে নাদিমের নিখোঁজের ঘটনায় শ্রীমঙ্গল শহরে অভিভাবকদের মাঝে ‘দেশব্যাপী শিশুদের কল্লাকাটা’ আতংক ছড়িয়ে পড়েছে।
উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাস বলেন, আমাদের এক শিক্ষকের কাছ থেকে আমাদের বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজের সংবাদটি শুনেছি। এটা খুবই মর্মান্তিক।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, এ বিষয়ে লিখিত আবেদন পেয়েছি। শিক্ষার্থীকে খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশী করা হচ্ছে। তার সন্ধান পেতে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে। উল্লেখ্য কিশোরগঞ্জের নেত্রকোনায় শিশু অপহরণ করে মাথা বিচ্ছিন করে হত্যা ও দেশব্যাপী শিশু অপহরণের ঘটনায় শ্রীমঙ্গলে অবিভাবকদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। অবিভাবকরা এখন খুব দুশ্চিন্তায় ভুগছেন। একা কোন শিশুকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না।