মৌলভীবাজারে কলেজ ছাত্রীর উপর যুবকের হামলা ওসি বললেন ‘মান-অভিমান’
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৯, ১২:১২:৪৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি ::
পাঠদান শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের দ্বাদশ দ্বিতীয় বর্ষে পড়–য়া সুমাইয়া নামের এক শিক্ষার্থী। শনিবার দুপুরে শহরের বেরিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমাইয়া সদর উপজেলার জগন্নাথপুর এলাকার লুৎফুর রহমানের মেয়ে। এ ঘটনায় সুমাইয়া’র পিতা বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পাঠদান শেষে বাড়ি ফেরার পথে সুমাইয়া পৌর শহরের বেরিরপাড় এলাকায় আসামাত্র সালাম নামের এক বখাটে সুমাইয়াকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে উঠার কথা বলে। তার কথা মতো সুমাইয়া গাড়িতে না উঠায় তাকে মারধর করে আহত করে সে। পরে আত্মরক্ষার্থে সুমাইয়া চিৎকার করলে তাকে রাস্তায় ফেলে সে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা এসে সুমাইয়াকে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
মৌলভীবাজার মহিলা কলেজের শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, আহত অবস্থায় মেয়েকে তার বাবা কলেজে নিয়ে আসেন। পরে আমরা বিষয়টি প্রশাসন ও পৌর মেয়রকে জানিয়েছি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘একই এলাকার সালাম নামের ওই ছেলেটি মেয়েটিকে বিয়ে করতে পারিবারিকভাবে আলাপ দিয়েছিল। এরই সূত্র ধরে মান অভিমান থেকেই ঘটনাটি ঘটেছে। তিনি আরো বলেন, মেয়েটি কলেজ শেষে একটি টমটমে উঠলে সালামও ওই টমটমে উঠে।’ প্রাইভেট কারে করে তুলে নেয়ার চেষ্টার অভিযোগকে ‘বোগাস’ বলে উল্লেখ করেন ওসি! ওসি আরও বলেন, ‘এরপরও আমরা থানায় মামলা নিচ্ছি। হামলাকারীকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।’
মহানগর যুবলীগের সম্পাদক পদে সাজু খানের প্রার্থীতা ঘোষণা
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সিলেট মহানগর যুবলীগের সিনিয়র সদস্য, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জকিগঞ্জ সরকারি কলেজের সাবেক সভাপতি মো. সাজু ইবনে হান্নান খান। ২১ জুলাই রোববার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি তার প্রার্থীতার কথা জানান।
তিনি বলেন, আমি প্রত্যাশা করি সুযোগ সন্ধানীদের নয়, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বস্ত কর্মীদের দ্বারাই সুন্দর একটি কমিটি হবে। তিনি আরো বলেন, সিলেট জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন হতে আর মাত্র কয়েকদিন বাকী। সম্মেলন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ, একই সাথে মাঠের রাজনীতিতে পরিবর্তন এসেছে। আমিও আমার সহকর্মী ও ভোটার সাথে সব সময় যোগাযোগ রেখে যাচ্ছি। গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরতœ রাষ্টনায়ক শেখ হাসিনার বিশ্বস্ত যুবলীগ কর্মীদের মাধ্যমে সিলেট মহানগর যুবলীগ সুসংগঠিত ও শক্তিশালী হবে।
তিনি বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান এবং আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে ছাত্রলীগ করছি। জীবনের বাকী সময়টাও মুজিব আদর্শের সৈনিক হিসেবে বেঁচে থাকতে চাই।