মাধবপুরে ফেনসিডিলসহ ২ জন আটক, প্রাইভেটকার জব্ধ
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৯, ১২:৩০:১৮ অপরাহ্ন
ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে তেলিয়াপাড়া স্টেশন বাজার থেকে প্রাইভেট কারে করে ফেনসিডিল পাচার কালে ৬২ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক করেছে পুলিশ ।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ রকিবুল হাসান জানান গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঢাকা মেট্রো-গ-১২-১৫৮৬ নম্বরের একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬২ বোতল ফেনসিডিল সহ চালক মিরাজ আলম ভূইয়া (৩০) ও রাসেল আলম ফয়সল (৩২) নামক ২ জনকে আটক করে রবিবার সকালে কোর্টে সোপর্দ করা হয়েছে।
মিরাজ নরসিংদী জেলার শিবপুর গ্রামের মৃত জাহাঙ্গীর ভূইয়ার ছেলে এবং রাসেল করিম নরসিংদী সদরের মৃত ফজল করিমের ছেলে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে ।এদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।