সূর্যদীঘল বাড়ীর মামলার পরবর্তী তারিখ ১৭ সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৯, ১২:৩৫:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
নগরীর সূর্যদীঘল বাড়ীর বিষ্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহন হয়নি। সিলেটের জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ও সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ কে.এম রাশেদুজ্জামান রাজার আদালতে গতকাল রোববার আসামী আব্দুল হানিফসহ তিন জনকে হাজির করা হয়। এ সময় আদালতে কোন সাক্ষ্য না আসায় সাক্ষ্য গ্রহন হয়নি। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহনের তারিখ ১৭ সেপ্টেম্বর নির্ধারন করেন।
২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারী সিলেটের টিলাগড় এলাকায় শাপালা বাগের সূর্যদীঘল বাড়ী থেকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দীর্ঘ তিন দিন অভিযান চালিয়ে শায়খ আব্দুর রহমানসহ ৭ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শায়খ আব্দুর রহমানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় আসামী শায়খ আব্দুর রহমানের অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়েছে। অন্য আসামীদের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে বিচার চলছে।
গতকাল রোববার এ মামলায় সাক্ষ্য গ্রহণের ধার্র্য তারিখ ছিল। আসামী আব্দুল হানিফ, মাজেদুল ইসলাম ওরফে হৃদয় চৌধুরী ও সাইদুর রহমানকে আদালতে হাজির করা হয়। তবে আদালতে সাক্ষি না আসায় সাক্ষ্য হয়নি। এ মামলায় জামিনপ্রাপ্ত আসামীরা আদালতে হাজিরা দেন।