জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট আসছেন আজ
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৯, ৩:০৬:৪২ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর জমিয়তের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সাংগঠনিক সফরে সিলেট আসছেন কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা নাজমূল হাসান।
আজ সোমবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবেন। ওই দিন বিকাল ৩টায় নগরীর বন্দরবাজারস্থ ওরিয়েন্টাল হোটেলের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর জমিয়তের সকল দায়িত্ব ও সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা জমিয়তের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান। বিজ্ঞপ্তি