ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করতে হবে
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৯, ৩:১১:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে নিজস্ব অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামে শনিবার তেলিখাল, উত্তর রণিখাই ও দক্ষিণ রনিখাই এই তিনটি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত একশত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল ও লবণ। ত্রাণ সামগ্রী বিতরণকালে রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি হচ্ছে আর্ত মানবতার আরেক নাম।
দুঃখ-দুর্দশায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া রেড ক্রিসেন্ট সোসাইটির মূল উদ্দেশ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ কাজ-কর্মের অভাবে পর্যাপ্ত আহার না পাওয়াসহ নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলসহ কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মজির উদ্দিন, সোহেব আহমদ, যুব রেড ক্রিসেন্ট সোসাইট সিলেট ইউনিটের বিভাগীয় উপ-প্রধান প্রশিক্ষণ বিভাগের বদরুল আজাদ শুভ, বিভাগীয় প্রধান (রক্ত) রানী বেগম, সদস্য বিণা পানি দাস, এলাকার মুরব্বি ফজলুর রহমান, শফি উল্লাহ, আনছার উদ্দিন। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি