অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে প্রধানমন্ত্রী আমার অনুপ্রেরণা
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৯, ১:২৯:২৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ‘বাংলাদেশে ৩৭ মিলিয়ন সংখ্যালঘু গুম হয়েছেন’ মর্মে নালিশ দিয়ে দেশজুড়ে আলোচনায় আসা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক স¤পাদক প্রিয়া সাহা বলেছেন, ‘আমি যে কথাগুলি বলেছি, এগুলি আমার কথা নয়। এগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কথা। ২০০১ সালের নির্বাচনের পরে দীর্ঘ ৯৪ দিন যাবত সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়েছিলো দেশজুড়ে, তখন তিনি বিরোধীদলীয় নেতা ছিলেন। তিনি সারা পৃথিবীব্যাপী ঘুরে বক্তব্য দিয়েছেন সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য। আমি তার কথায় অনুপ্রাণিত হয়ে, তার অনুসরনে বক্তব্য দিয়েছি।’
মোবাইলে সাংবাদিকদের দেয়া বিভিন্ন প্রশ্নের উত্তর প্রিয়া নিজেই আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। প্রিয়া বলেন, ‘যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বলা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শিখেছি। আমার পরিষদের কেউই আমার আসার ব্যাপারটা জানেন না। দেশভাগের সময় দেশের সংখ্যালঘু জনসংখ্যা ছিলো ২৯ দশমিক ৭ ভাগ। আর তা এখন ঠেকেছে ৯ দশমিক ৭ ভাগে।
দেশের মোট জনসংখ্যা প্রায় ১৮০ মিলিয়নের মতো। তো সেই সেই হিসেবে যদি আমি বলি, সংখ্যালঘু জনসংখ্যা যদি একই হারে বৃদ্ধি পেতো, তাহলে আমি যে সংখ্যালঘু জনসংখ্যা হারিয়ে যাবার কথা বলেছি, তা ক্রমাগতভাবে হারিয়ে গেছে বলে প্রমাণ পাওয়া যায়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু জাফর সরকারী পরিসংখ্যানের উপর ভিত্তি করেই যে গবেষণা করেছেন, তাতে তিনি দেখিয়েছেন যে, প্রতিদিন বাংলাদেশ থেকে ৬৩২ জন লোক হারিয়ে যাচ্ছে। আমি ২০১১ সালে স্যারের সাথে সরাসরি কাজ করেছিলাম। যার ফলে বিষয়টা স¤পর্কে আমি অবগত।’