সুন্দর ও নির্মল পরিবেশ সকলের কাম্য — শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৯, ৮:৪০:৩৭ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ ক্লিন সাস্ট মুভমেন্টের উদ্যোগে রোববার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় গ্রন্থাগারের সামনে ৯০ টি গার্বেজ বিন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সুন্দর ও নির্মল পরিবেশ সকলের কাম্য।
আমাদের সকলের উচিত চিন্ত্ াও চেতনায় পরিচ্ছন্ন হওয়া এবং সর্বদা পরিচ্ছন্ন মানসিকতা লালন করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন সৌন্দর্য সচেতন। অবিলম্বে বিশ^বিদ্যালয় প্রশাসন গোল চত্বর এবং এক কিলোমিটার রোডের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করবে এবং একটি দৃষ্টিনন্দন প্রবেশ গেট নির্মাণ করবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো আশরাফুল আলম, ক্লিন সাস্ট মুভমেন্টের উদ্যোক্তা প্রফেসর ড. মো আলমগীর তৈমুর, সহকারী কমিশনার (কাস্টমস) আহমদ রেজা। বিজ্ঞপ্তি