নবীগঞ্জে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা, দুই বখাটে আটক
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৯, ৮:৩৯:২৩ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন আক্তারকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বখাটেরা। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত শনিবার বিকেল সাড়ে ৪ টায় ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বখাটেকে আটক করে পুলিশে দিয়েছেন জনতা। আটককৃতরা হল, উপজেলার কুর্শি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আফাছ উদ্দিনের পুত্র আব্দুর রহিম ও শেকুল মিয়া। স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই দিন ইয়াসমিন আক্তার স্থানীয় সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যেই্ আব্দুর রহিম ও শেকুল তাকে উত্যক্ত করে। এ সময় ইয়াসমিন তাদের বাধা দিলে তারা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে বখাটেরা ইয়াসমিনকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ইয়াসমিনকে উদ্ধার এবং হামলাকারী দুই বখাটেকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়।
অপর একটি সুত্র জানায়, ইয়াসমিন আক্তারের পরিবারের সাথে দীর্ঘদিন যাবত পারিবারিক বিভিন্ন বিষয়াধি নিয়ে বিরোধ চলে আসছিল আফাস উদ্দিনের। এরই জের ধরে তার পুত্র এ হামলা চালিয়েছে। এব্যাপারে স্কুলের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ খালেদুর রহমান খালেদ বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক তিনি থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুই বখাটেকে আটক করে থানায় নিয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
নবীগঞ্জ থানার ওসি মোঃ ইকবাল হোসেন বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এঘটনা ঘটেছে। দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে ইয়াসমিন আক্তারের উপর বখাটেদের হামলার ঘটনায় দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন তার সহপাঠিরা।