সম্মেলনকে স্বাগত জানিয়ে যুবলীগের শো’ডাউন
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৯, ৮:৪২:১৭ অপরাহ্ন
সিলেট মহানগর যুবলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ অনুসারীরা নগরীতে বিশাল শো’ডাউন ও পথসভা করেছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর রেজিষ্ট্রারী মাঠ থেকে মহানগর যুবলীগের সিনিয়র সদস্য জাকিরুল আলম জাকিরের নেতৃত্বে এ শো’ডাউনে অংশ গ্রহন করেন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত প্লেকার্ড ছিল।
প্রচার মিছিল নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর যুবলীগের নেতা সেবুল আহমদ সাগরের সভাপতিত্বে ও আব্দুর রহমান সুমেলের পরিচালনায় বক্তব্য দেন মহানগর যুবলীগের সিনিয়র সদস্য ও সাবেক ছাত্রনেতা জাকিরুল আলম জাকির, জেলা যুব মহিলা লীগ নেত্রী তাসমীহ বিনতে স্বর্ণা। অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন এই.আর শাকিল, মাহফুজুর রহমান তান্না, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, রাজু আহমদ আনছার আহমদ, আরিফুর রহমান বাবু, সুলতান নাহিদ পাশা, ইশমাম কোরেশী নায়িব, ইব্রাহীম খলিল প্রমুখ।