জাম্বুরীতে অংশ নিতে ফ্রান্সে গেছে বড়লেখার দুই স্কাউটার্স
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৯, ৮:৫৪:০৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
ফ্রান্সে ৫ দিনব্যাপি ন্যাশনাল স্কাউট জাম্বুরীতে অংশ নিতে শনিবার রাতে ফ্রান্সের উদ্দেশে যাত্রা করেছে বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের দুই কৃতি স্কাউটার্স। তারা হলো ৮ম শ্রেণির শিক্ষার্থী হাজেরা ফয়েজ ও ৭ম শ্রেণির শিক্ষার্থী মাহযাবিন আশরাফ মোহনা। এর মধ্যে মোহনা বড়লেখা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনার একমাত্র মেয়ে।
জানা গেছে, আজ থেকে আগামী ২৬ জুলাই পর্যন্ত পাঁচ দিনব্যাপী ফ্রান্স ন্যাশনাল স্কাউট জাম্বুরীতে বাংলাদেশের পতাকা বহন করবেন ১৩ জন স্কাউট ও ৩ জন স্কাউটার্স। এর মধ্যে সিলেট বিভাগ থেকে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের কৃতি স্কাউটার্স স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণ করছে। গত ২০ জুলাই রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, ফ্রান্স ন্যাশনাল স্কাউট জাম্বুরীতে আমাদের প্রতিষ্ঠানের দুই স্কাউটার্সের অংশগ্রহণে আমরা গর্বিত।