শায়েস্তাগঞ্জে সংঘর্ষে আহত ১০
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৯, ৯:০১:৫২ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গরু দ্বারা বীজতলা নষ্ট করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্তত ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার শৈলজুড়া পুটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিনদিন আগে ওই গ্রামের কাউছার মিয়ার বীজতলা নষ্ট করে একই গ্রামের হেলাল মিয়ার একটি গরু। এরই জের ধরে রোববার সকালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে অন্তত পাঁচজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, জাহাঙ্গীর মিয়ার (২০), ছুগেরা বেগম (৪০), ইউসুফ মিয়া (৫০), সোহেলা বেগম (৩০) ও সোহেল মিয়া (৩২)। এছাড়া বাঁকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিচ্ছুজ্জামান জানান, বিষয়টি শুনেছি। তবে পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা সংঘর্ষ নিয়ন্ত্রন করেছেন।