সন্ধান মিলেছে আহত নাইমার অভিভাবকের
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৯, ১১:২৮:০৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী ট্রেন দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা আহত কন্যা শিশুটির অভিভাবকের সন্ধান মিলেছে। সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তার অভিভাবকের সন্ধান পাওয়া গেছে। শিশুটির নাম নাইমা। তার চাচা মানিকের সাথে কথা বলেছেন এক সাংবাদিক।
মানিক জানিয়েছেন, তিনি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শিশু নাইমাকে নিয়ে সিলেট থেকে তার মা কাকলী ও দাদী উদয়ন এক্সপ্রেসে করে চাঁদপুরে ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয় তাদের ট্রেন।
মানিক জানান, নাইমার বাবা মাইনুদ্দিনও দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় রওয়ানা দিয়েছেন। কিন্তু তারা কেউই নাইমার মায়ের মোবাইলে যোগাযোগ করতে পারছেন না। তারা কী অবস্থায় আছেন কিছুই জানতে পারছেন না তারা।