বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের লাইফ মেম্বার অ্যাওয়ার্ড প্রদান
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০১৯, ৮:৩৩:২৫ অপরাহ্ন
লন্ডন সংবাদদাতা : যুক্তরাজ্য ভিত্তিক স্বাস্থ্যসেবামূলক চ্যারিটি প্রতিষ্ঠান ‘বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল’ তৃণমূলে চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা রাখছে। সাশ্রয়ী মূল্যে রোগ নির্ণয়, প্রাথমিক পর্যায়ের ক্যান্সার রোগের বিভিন্ন সেবা এবং সাধারণ স্বাস্থ্যসেবা ও পরিষেবা প্রদান করছে। ইতোমধ্যে যা দেশে বিদেশে প্রসংশীত হয়েছে। গত বুধবার লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হাসপাতাল তার ৫ম লাইফ মেম্বার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে।
এছাড়াও অনুষ্ঠানকে সামনে রেখে হাসপাতালের তহবিল সংগ্রহের লক্ষ্যে এক চ্যারেটি ডিনারেরও আয়োজন করা হয়।
সন্ধ্যা সাতটায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিংক রবিন ফাউন্ডেশন এর চেয়ার অফ ট্রাস্টি এবং বøু রিবন ফাউন্ডেশন এর ফাউন্ডার জনাথন প্রিন্স এমবিই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-লন্ডনের ইস্টহাম সংসদীয় আসনের স্যার স্টিপেন টিমস এমপি, ফেলথহ্যাম আসনের -সিমা মালুথরা এমপি, নিউহ্যাম কাউন্সিলের মেয়র রুকশানা ফিয়াজ ওবিই ও ক্রয়োডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার হুমায়ুন কবির, কাউন্সিলার হানিফ আব্দুল মুমিত, ডা. রফিক । অনুষ্ঠানে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ট্রাস্টি আলী আব্দুর রউফ ‘মাই জার্নি উইথ ক্যান্সার’ শিরোনামে তার ক্যান্সার আক্রান্ত জীবনের বর্ণনা দেন।
অতিথি হিসাবে লাইফ মেম্বারদের অ্যাওয়ার্ড প্রদান করেছেন- চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ জেপি, চ্যালেন এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, এনটিভি ইউরোপ এর সিইও সাবরিনা হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সভাপতি সুলতান শরীফ ,কাউন্সিলার আয়শা চৌধুরী, সাবেক কাউন্সিলার আতাউর রহমান আতা, যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, বিসিএ এর সিনিয়র সহ সভাপতি ওলি খান, ড. সানাউর চৌধুরী প্রমুখ।
সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সমন্ধয়ক- সাজনা আমিলা বেগমের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতের কোরআন থেকে তেলাওয়াত করেন-আবু কাওছার। ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় টিভি প্রেজেন্টার- আজমল মাসরুরের প্রাণবন্ত সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ভাইস চেয়ার রউফুল ইসলাম।
হাসপাতালের সিইও সাব উদ্দিন চ্যারিটেবল কাজে শুরু থেকে বর্তমান পর্যন্ত যারা অর্থ, মেধা ও শ্রম দিয়ে তৃণমূল মানুষের সেবার সুযোগ করে দিয়েছেন- তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
অনুষ্ঠানে ৬৩ জন পেইড লাইফ মেম্বার কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। হাসপাতালটির মোবাইল ক্লিনিকের জন্য লন্ডনের ভিকারেজ প্রাইমারী স্কুলের চারশ পঞ্চান্ন পাউন্ড সংগ্রহ করায় ক্যান্সার হাসপাতালের পক্ষ থেকে এপ্রিসিয়েশন সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এছাড়াও বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ, ইউকেবিসিসিআই, স্কয়ার মাইলস ইন্স্যুরেন্স, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি (চ্যারেটি রেজ.) বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতি (ছায়াদ-আহাদ), বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি (মামুন-মুন্না), বড়লেখা ফাউন্ডেশন ইউকে, লন্ডন টাইগার্স, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল, প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকে, ডিএম হাইস্কুল, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস, মাথিউরা উন্নয়ন সংস্থা,শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ, জালালাবাদ ফাউন্ডেশন ইউকে, হার্ন্টাছ ষ্টেইট এজেন্টকে।
অনুষ্ঠানে ইসলামে সঙ্গীত ও নাসিদ পরিবেশন করেন- জনপ্রিয় সঙ্গীতশিল্পী আলাউর রহমান ও জোহান আহমেদ। ৫ম বার্ষিক লাইফ মেম্বার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন- সিনিয়র ফান্ডরাইজিং ডাইরেক্টর- আব্দুল শফিক, মার্কেটিং ডাইরেক্টর- ফরহাদ হোসেন টিপু, সিনিয়র ফান্ডরাইজিং ডাইরেক্টর মানজুরুছ ছামাদ চৌধুরী মামুন ও আজিজুর রহমান, ট্রাস্টি মোয়াজ্জেম হোসেন,হেড অফ প্রোগ্রাম সাজনা আমিলা বেগম ও অফিস ম্যানেজার ছফনা নূর।
প্রসঙ্গত চ্যারিটেবল ডিনারের পূর্বে ফান্ডরাইজিং এ বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হাসপাতালের জন্য ৮৪ হাজার পাউন্ড ডোনেশনের প্রতিশ্রæতি দিয়েছেন উপস্থিত অতিথিবৃন্দ।