জুড়ীতে ট্রাফিক পুলিশিং কার্যক্রমের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০১৯, ৮:০১:১২ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা :
মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার) এর প্রতিশ্রুতি মোতাবেক জুড়ী উপজেলা শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে ট্রাফিক পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে ভবানীগঞ্জ বাজার প্রাঙ্গনে জুড়ী থানা কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার-এর সভাপতিত্বে ও অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ. মোঈদ ফারুক, জুড়ী থানায় সংযুক্ত শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ূন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আয়াজ উদ্দিন, সম্পাদক এম. এ. মহসিন মুহিন, কামিনীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম।
পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার) মৌলভীবাজারে যোগদানের পর গত ৮ সেপ্টেম্বর জুড়ীতে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় জনদাবীর প্রেক্ষিতে জুড়ীতে স্থায়ীভাবে দু’জন ট্রাফিক নিয়োগের প্রতিশ্রুতি দেন।