সদর ছাত্র জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০১৯, ৭:৫৯:১৭ অপরাহ্ন
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলাধীন সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল শনিবার বিকাল ৩টায় খাদিমপাড়াস্থ হিলভিউ টাওয়ারে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি ফাহিম আহমদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ বাবর এর সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফয়েজ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লোকমান হাকীম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন মাওলানা শায়খ আব্দুল হাই, মাওলানা এরশাদ খান আল হাবিব, মাওলানা আব্দুল আহাদ নোমানী, মাওলানা রুহুল আমিন সিরাজী প্রমুখ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এবং উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ২০২০-২১ সেশনের জন্য ফাহিম আহমদ সুমনকে সভাপতি, আব্দুল ওয়াদুদ বাবরকে সাধারণ সম্পাদক ও আতিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির প্যানেল ঘোষনা করেন জেলা ছাত্র জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লুকমান হাকিম। বিজ্ঞপ্তি