বড়লেখার কলাজুরায় তাফসির মাহফিলে আসছেন জাফরী, তারেক ও আজহারী
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২০, ১০:৩৬:৩৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলার জুভেনাইল সোসাইটি বৃহত্তর কলাজুরার উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপি ২৩ তম তাফসিরুল ক্বোরআন মাহফিল শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারী থেকে। এ তাফসির মাহফিলে আসছেন দেশ বরেণ্য আলেম-এ দ্বীন হযরত মাওলানা ড. কামাল উদ্দিন জাফরী (ঢাকা), হযরত মাওলানা তারেক মনোয়ার ও সাম্প্রতিক সময়ের আলোড়ন সৃষ্টিকারী ইসলামী বক্তা হযরত মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। উক্ত তাফসির মাহফিলকে সফল করতে আয়োজকরা গত ডিসেম্বর থেকে ব্যাপক প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন বেলা আড়াইটা থেকে রাত ১১টা পর্যন্ত কলাজুরা ফুটবল মাঠে ঐতিহাসিক এ তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতিদিন মহিলাদের জন্যও ব্যবস্থা করা হচ্ছে পৃথক প্যান্ডেল।
জুভেনাইল সোসাইটি বৃহত্তর কলাজুরার (দক্ষিণভাগ) সভাপতি শিবলু আহমদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ জানান, ১০ ফেব্র“য়ারী রোজ সোমবার প্রথম দিন রাত ৮টা ৩০ মিনিট থেকে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা ড. কামাল উদ্দিন জাফরী (ঢাকা)। এ দিন বাদ মাগরিব প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা শেখ আবুল কালাম আজাদ আজহারী। তাফসির মাহফিলের দ্বিতীয় দিন ১১ ফেব্র“য়ারী রোজ মঙ্গলবার ৮টা ৩০ মিনিট থেকে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন মাওলানা তারেক মনোয়ার (ঢাকা)। এদিন রাত ৭টা ৩০ মিনিট থেকে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী (মাদারীপুর)। ১২ ফেব্র“য়ারী রোজ বুধবার তৃতীয় ও শেষ দিনের মাহফিলে রাত ৯ টা ৩০ মিনিট থেকে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন এ সময়ের আলোচিত বক্তা হযরত মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। শেষ দিনে রাত ৮টা থেকে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা মো. মাহমুদুল হাসান (ঢাকা)। এ দিন বাদ মাগরিব বিশেষ অতিথি হিসেবে পবিত্র ক্বোরআন থেকে তাফসির পেশ করবেন হযরত মাওলানা মীর্জা ইয়াসিন আরাফাত (ঢাকা)।