চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২০, ৪:২২:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গায়ে হলুদ অনুষ্ঠান শেষে বাসা ফেরা হলো না অর্জন নামের এক যুবকের।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনি মারা যান। আহত হয়েছেন আরো ২ জন।
নিহতের নাম ইমতিয়াজ মাহবুব অর্জন (২০)। তিনি নগরের শেখঘাট এলাকার বাসিন্দা। এঘটনায় চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহদের স্বজনদের সূত্রে জানা গেছে, নগরের জিন্দাবাজার এলাকায় একটি গায়ে হলুদ অনুষ্ঠান শেষে ইমতিয়াজ ও তার বন্ধুরা নগরের বালুচর এলাকায় কনের বাড়ি যান। সেখান থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে নয়া সড়ক হয়ে রিকাবীবাজারের দিকে যাচ্ছিলেন তারা। চৌহাট্টা পয়েন্টে আসামাত্র জিন্দাবাজার থেকে বিমানবন্দরমুখি একটি ট্রাক তাদের মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত তারা। এতে ইমতিয়াজ ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রাত সাড়ে ৩ টার দিকে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পরপর স্থানীয়দের সহায়তায় চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।