বন্ধুহারা রিংরিং
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২:১৩:৪৩ অপরাহ্ন
- হামীম রায়হান
সদূর সাইবেরিয়া থেকে উড়ে বাংলাদেশে আসে কিছু বালি হাঁস। তাদের মধ্যে ছিল দুটো বালি হাঁস যারা খুব কাছের বন্ধু। এ দুজন বন্ধু এক সাথে সব জায়গায় যায়, গোসল করে, পানিতে ডুব দিয়ে মাছ, শামুক ধরে ভাগাভাগি করে খায়।
তাদের নাম রিংরিং, টিংটিং। তারা বাংলাদেশে এসে পটিয়ার শ্রীমাই খালের পাশের পানি জমা বিলে অস্থায়ী বাসা বাঁধে। আরো অনেক ধরণের পাখি তাদের সাথে এ বিলে বাসা বেঁধেছে।
তাদের দিন ভালোই কাটছিল। পানিতে ডুব দিয়ে তারা অনেক দূরে চলে যায়। দুষ্টামিতে মাতিয়ে রাখে সারা বিল। সেদিন তারা খেলতে খেলতে চলে যায় বিলের একদম শেষ দিকে। সেখানেও অনেক পাখিরা খেলছিল। হঠাৎ একটা বিকট শব্দ হয়, পর পর আরো কয়েকটা বিকট শব্দ! চারদিকে হৈ চৈ পড়ে যায়। পাখিরা এদিক ওদিক উড়াউড়ি করতে থাকে। এই ভীড়ের মাঝে রিংরিং টিংটিং কে হারিয়ে ফেলে। রিংরিং উড়ে উড়ে সবদিকে খুঁজে কিন্তু কোথাও টিংটিং কে পাওয়া গেল না। রিংরিং ‘টিংটিং! টিংটিং!’ করে চিৎকার করতে থাকে। কোথাও টিংটিং এর দেখা নাই। হঠাৎ দেখতে পাই ঐ দূরে একটা লোকের হাতে টিংটিং ছটফট করছে। দেখে দুচোখ ফেটে কান্না এলো রিংরিং এর চোখে!
রিংরিং এর কিছুই ভালো লাগে না! সে আগের মত আর আনন্দ পাই না। প্রতিদিন কেউ না কেউ হারিয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এদেশে আর আসবে না। সবাইকে মেরে ফেলবে এখানে!