নারী পাতার কবিতাগুচ্ছ
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২০, ৪:০৮:০৯ অপরাহ্ন
স্বাধীনতা সম্ভার
শাহীন চৌধুরী ডলি
পঁচিশে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী
নির্বিচারে চালায় গণহত্যা
পূর্ব বাংলায় চলে অসহযোগ আন্দোলন
বাঙালি লড়বে মুক্তির জন্য দৃঢ় পণ।
চারদিকে বাজছে যুদ্ধের দামামা
ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, পুলিশ, নারী
আপামর জনতা টানায় প্রতিশোধের সামিয়ানা।
সবুজের বুকে বয় তাজা রক্তের নহর
জলে স্থলে অন্তরীক্ষে উড়ে বেড়ায় শকুনদল
সুনীল সমুদ্র ফেনায় মহাশূন্যে মৃত্যুঝুঁকি
বাংলার বীর সন্তানেরা উদ্যমতায় লহরি তুলি
হানাদার নিধনে নিয়োজিত দিবারাত্রি ভুলি,
দেশের তরে লড়ে চিতিয়ে বুকের পাটা
স্বপ্নতুর মাতৃকাঅঙ্গে রোপণ করবে স্বাধীনতার বীজটা।
বঙ্গবন্ধু শোনায় জপ জয়মন্ত্রের
বাঙালি আবক্ষ মূর্তি গড়ে নতুন অভ্যুদয়ের
লক্ষ প্রাণের বিনিময় বৈতরণী হয়ে পার
মা বোনের ইজ্জতে সওয়ারী স্বাধীনতা সম্ভার,
দীপ্ত সংগ্রাম শেষে মোদের আরাধ্য অর্জন
মায়ের বদনখানির মলিনতা দিয়েছে বিসর্জন
রক্তের আখরে লিখেছি বাঙালি জন্মভূমির নাম
বিশ্বদরবারে চিরজাগরুক হোক বাংলাদেশের সুনাম।
মায়ার বিসর্জন
রহিমা আক্তার রীমা
ফুলের (মায়া) প্রতি সব সময়ই মুগ্ধতা আমার
তাই ভালোবেসে করেছিলাম রকমারি ফুলের চাষ,
কিন্তু কালে কালে কিছু ফুলের কাঁটার আঘাত-
আর কিছু ফুলের বিষাক্ত নির্যাসে মৃতপ্রায় আমি!
ধীরে-ধীরে ফুলের প্রতি অনীহা চলো এলো
তাই তাদের প্রতি যত্ন নেওয়াও ছেড়ে দিলাম।
সুতরাং তারাও মৃত তাই মৃতের সাথে মৃতের দুরত্ব!
আমি এখন নতুন করে ঔষধি গাছের চাষ শুরু করেছি
গুল্মলতার গুণের নির্যাসে যদি ভালো থাকা যায়
কিংবা স্বর্ণ লতায় আষ্টে-পৃষ্ঠে জরিয়ে
নতুন করে বাঁচা যায় তবে মন্দ না?
যে ফুলদের সাথে আমার সখ্যতা ছিলো তারা-
আঘাত ছাড়া কিছুই দিতে পারেনি,
আর যতটুকু সুবাস দিয়েছিলো সবই তাদের স্বার্থ
অকৃতজ্ঞতায় ছাপ রেখে গেছে তাদেরকে উপকারের!
তাই বিসর্জন দিয়েছি মায়া নামক দুই অক্ষরের শব্দটাকে!
ভালোবাসার যাতনা
তানজিনা জামান চৌধুরী আন্নি
আমি বুঝিনি আমার
বাক্যের কঠোরতা
আমি বুঝিনি আমার
দেয়া কষ্টের তীব্রতা
আমি বুঝিনি কিছু বাক্যের
সংমিশ্রণের জটিলতা।
আমি বুঝিনি মনে অগোচরে
না পাওয়ার বেদনা।
আমি বুঝিনি কিছু
বিষয়ের অসম্পূর্ণতা।
আমি বুঝিনি সমাজের
কিছু বিষয়ের ধরাবাধা।
আমি বুঝিনি কিছু
বিষয়ের সহজ সমাধান।
আর এরই মাঝেও আমি
শুধু বুঝেছি তোমার ভালোবাসা,
যার মাধ্যমে তুমি আমায়
দিয়েছো হৃদয়ের পূর্ণতা।
ফাহমিদা ইয়াসমিনের
নতুন বইপ্রবাসী লেখক ও কবি ফাহমিদা ইয়াসমিন। প্রবাসের শত কর্মময় ব্যস্ততাকে পেছনে ফেলে মনের রঙকে সাহিত্যের রঙে রাঙিয়ে অনবদ্য লিখে যাচ্ছেন গল্প,উপন্যাস, কবিতা ও ছড়া। অমর একুশে গ্রস্থমেলা উপলক্ষে সদ্য প্রকাশিত হয়েছে তাঁর রচিত তিনটি বই। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে শিশুতোষ গল্পগ্রন্থ – ফারহানের মুক্তিযুদ্ধ। বইটি প্রকাশ করেছে চমন প্রকাশ। কবিতার বই অস্তিত্বের বিষন্ন দেয়াল। প্রকাশক লিখন প্রকাশন। এছাড়াও আর একটি কবিতার বই-কথার সুতোয় সেলাই করি আগামী স্বপ্ন।
প্রকাশক-প্রাকৃত প্রকাশ।