সপ্তডিঙার আজকের কবিতা
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২০, ৪:১০:০২ অপরাহ্ন
প্রশ্ন ও প্রার্থনা
আহসান খয়ের
মানুষরূপী পুতুল দিয়ে
খেলতে ভালোবাসো,
বন্দারে কান্দাইয়া আবার
কেমনে তুমি হাসো?
মা বাবার কোলজুড়ে যখন
সন্তান এনে দিলে,
হঠাৎ করে তাক লাগিয়ে
ক্যামনে কেড়ে নিলে?
শোকাহত মা ও বাবা
আত্মীয় স্বজন,
দিবানিশি কাঁদছে সবাই
হারিয়ে বুকের ধন।
আজব লীলা তোমার খেলা
বোঝা বড্ড দায়,
এই হাসিয়ে কাঁদাও আবার
তোমার কঠিন খেলায়।
দোহাই তোমার রহমান নামের
সান্ত¦না দাও তাঁদের,
হাসি দিয়ে কান্না দিছো
এই দুনিয়ায় যাদের।
ছোট্ট শিশু তোয়া মায়ের
পরকালের জীবন,
অন্ধকারই কবরসহ
চাই যেন হয় কিরণ।
বসন্ত
হামীম রায়হান
পাতাঝরা শীত শেষে
এলো বসন্ত,
কোকিলের কুহু সুরে
জাগে দিগন্ত।
ফুলে ফুলে ওড়ে অলি
করে মধু পান,
গাছে গাছে কচিপাতা
নব জয়গান।
মেলে ডানা প্রজাপতি
রঙে রঙে ঢাকা,
আমের মুকুল ছড়ায় সুভাষ
যায় না তো থাকা।
পাখিদের কিচিমিচি-
গান চারদিক,
চাঁদের আলোয় সব-
করে ঝিকমিক।
এভাবে, নানা রূপে
আসে বসন্ত
দিকে দিকে নব সাজ
খুশি অনন্ত।
নকল ফুলে চোখ জুড়াবে
মো.ইউনুছ আলী
কাগুজে ফুলে রং করা হয়
লাল, বেগুনি, সাদা
বলছি শুনুন দাদা
এসব ফুলে হয় না কিছু
লাগে শুধুই ধাঁধা!
কাগুজে ফুলে ঢং করা হয়
আসল ফুলের মত
হয় না সুবাস তত
হয় না কেনো দিচ্ছি শুনুন
নিজের অভিমতও।
কাগুজে ফুলের কৃত্রিমতা
বিজ্ঞ জনের জানা
বলতে কি আর মানা?
নকল ফুলে চোখ জুড়াবে
ঘ্রাণ দিবে কি? না না!
ইচ্ছে করে খুব
মজনু মিয়া
ইচ্ছে করে পাখি হয়ে
উড়ি আকাশ কোল,
ইচ্ছে করে ফড়িং হয়ে
বসি নদীর কূল।
ইচ্ছে করে ফুলের মত
ছড়াই ফুলের ঘ্রাণ,
ইচ্ছে করে গুনগুনিয়ে
জুড়াই আকুল প্রাণ।
ইচ্ছে করে বাতাস হয়ে
মিশি ধরার বুক,
ইচ্ছে করে দুঃখগুলো
তাড়াই করি সুখ।
ইচ্ছে করে মিথ্যা কথা
বন্ধ করে দিই,
ইচ্ছে করে সত্যগুলো
খুঁটি গেঁড়ে নিই।
বৃষ্টির অপেক্ষায়
আহমেদ রুমন
মেঘলা দিনে বাদলা আকাশ
ঝাপসা ছলে মাখা,
রাগ করেছে সূয্যি মামা
করবে না আজ দেখা।
গগণতলে মেঘ জমেছে
কালো রঙের ডোরে,
নীরদগুলো এপাশ ওপাশ
ছুটে বেড়ায় ঘোরে।
ভোর হতে আজ আকাশটারে
লাগছে ভীষণ আঁধার,
আসবে না-কি? ভিজিয়ে দিতে
বৃক্ষ, জমিন, পাহাড়?
গাছের ডালে শাখায় শাখায়
আমের মুকুল বেজায়,
ঊর্ধ্ব মুখে ফুলগুলো সব
জলদ অপেক্ষায়।
দাদার স্মৃতি
অনিক চন্দ
শীতের বেলা দাদার সাথে
খেতাম ভাপা পিঠা,
দাদার সাথে সময়গুলো
ছিলো অনেক মিঠা।
শীতের রাতে দাদার কোলে
ঘুমাতাম শান্তিতে,
এখন আর হয় না ঘুম
দাদার স্মৃতিতে।
দাদা যদি আসতো ফিরে
সুন্দর হতো সব,
দাদার নামেই পাখিগুলো
করছে কলরব।
স্বপ্নগুলো মাখি
আশরাফ আলী চারু
পাখির মেলা সুরের মেলা
সন্ধ্যা তারার আলোর মেলা
আঁধার রাতে জোনাক জ্বলা
নিত্য আমি দেখি।
নকশিকাঁথার সবুজ মাঠে
নায়ের মেলা নদীর ঘাটে
সোনা ফলা ফসল তোলা
সুরে সুরে শিখি।
এমন দেশেই জন্ম আমার
এমন দেশেই থাকি
পাখি ডাকা মিলন মেলার
স্বপ্নগুলো মাখি।