নারী পাতার আজকের কবিতা
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২০, ২:৩৭:২৩ অপরাহ্ন
- জেসমিন সুলতানা চৌধুরী
আমার বাংলা ভাষা
বাংলা আমার নিজের ভাষা
এ ভাষাতে মিটাই আশা
প্রাণটা খুলে বলি,
একুশ আমার ভালোবাসা
বর্ণমালার কাছে আসা
বুক ফুলিয়ে চলি।
এ ভাষাতে কাব্য ছড়া
এ ভাষাতে জীবন গড়া
মায়ের মুখের বুলি,
এ ভাষাতে পড়ালেখা
এ ভাষাতে স্বপ্ন দেখা
মনের সুখে দুলি।
এ ভাষাতে সাজাই করম
এ ভাষাতে পালন ধরম
মন আনন্দে চলি,
এ ভাষাতে কাছে আসা
প্রিয়ার সাথে ভালোবাসা
সুখে দুঃখে বলি।
কুলি,মজুর, চাষির ভাষা
মেটায় তারা স্বপ্ন আশা
ভালোবাসায় ভরা,
কাদায় ভরা মাটির মায়া
তপ্ত রোদে শীতল ছায়া
ভাষায় বাঁচা মরা।
- সোমা মুৎসুদ্দী
ফাগুনের আমন্ত্রনে
আজ ফাগুনের আমন্ত্রনে,
মনটা দিলাম খুলে।
প্রজাপতি উড়ছে দেখো,
রঙিন ফুলে ফুলে।
মন মহুয়ার নেশাতে,
ফাগুন ডাকে আয়।
মনটা উদাস বাউল হয়ে,
নদীর তীরে ধায়।
শাখায় শাখায় কোকিল ডাকে,
ফাগুন এলো ঐ।
ফুলের সাথে, পাখির সাথে,
মনের কথা কই।
- নাসিমা হক মুক্তা
খুব মনে পড়ে পিতা কে
রাত্রির ঘন আঁধারে
কূজন সুরে কাঁদে মা, প্রকৃতি ও ছায়াতরু;
বিশাল এক শূন্যতায়-হাসে দেশ
পথহারা পথিকের মত
ঝোপঝাড়ে লুকোয় পূজোর থালা
মাতৃবক্ষের কুসুমে অকৃতজ্ঞের নিষ্ঠুরতা
সোনার শস্য ফলা মুক্ত আকাশে
অসুর শক্তির বিষাক্ত বায়ু
যেন বিবর্ণ এক নীল বিষ।
পিতা ছাড়া যেমন ঘর শূণ্য
ঠিক তেমনি আজ বাঙালি দিবানিশি জাগে
শহীদের রক্তমাখা রাজপথে
শুদ্ধতার মূল্য রক্ষার্থে!
লাল সবুজ পতাকায় চোখ পড়লে-জলে ভিজে যায়
বিবেকহীন বাঙালি কবে মানুষ হবে জানি না
আজ বর্বরতা জন্তুর চেয়েও ভয়ঙ্কর
এমন সময়ে খুব মনে পড়ে পিতা তোমাকে
খুব মনে পড়ে….।
- রহিমা আক্তার রীমা
জীবন বসন্ত
প্রকৃতির পালাবদলে এসেছে বসন্ত
গাছে-গাছে গাইবে কোকিল সুমধুর সুরে
পাতা ঝরে ন্যাড়া হওয়া গাছগুলোতে আবার
নতুন পাতায় প্রাণ ফিরে পাবে নবউদ্যোমে।
লাল-কমলা রঙের শিমুল ফুলে প্রকৃতি যেন
এক অপরূপ লাবণ্যে ভরিয়ে দিবে মুগ্ধতায়,
শিমুল গাছটায় জন্মানো শিমুল তুলা ত্যাগ করবে
তার জন্মস্থান উড়ে যাবে দেশ হতে দেশান্তরে।
যে গাছটা লালন করেছে তুলা গুটা গুলো
হয়তো সেখানে আসা বা দেখা হবে না আর কোনদিন
হয়তো তুলা স্থান পাবে কারো নরম বিছানায়
নয়তো মাথার নিচে আরাম দিবে কিংবা স্বাক্ষী হবে-
রাতের চোখের জলের অগণিত কষ্টের।
প্রকৃতি যেমন পালা বদলে ফিরে আসে বসন্ত
তেমনি মানব জীবনেও বসন্ত আসে বারবার
শুধু পরিবর্তন হয় স্থান আর যোগ হয় নতুন সম্পর্ক।
পিছনে ফেলে আসা কিছু সম্পর্ক আর ফিরে-
পাওয়া হয় না বা ফিরে পাবার ইচ্ছেরাও মরে যায়।