মাশরাফির চিকিৎসায় প্রধানমন্ত্রীর চিকিৎসক
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২০, ৬:৪৪:১২ অপরাহ্ন
স্পোটর্স ডেস্ক : করোনায় আক্রান্ত মাশরাফি বিন মুর্তজার চিকিৎসা চলছে বাসা থেকেই। তাঁর নিয়মিত খোঁজখবর রাখছে বিসিবির মেডিকেল বিভাগ। তবে মাশরাফির চিকিৎসা চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর তত্ত¡াবধানে।
মাশরাফি কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরই বিসিবি নিয়মিত খোঁজ রাখছে তাঁর। বিসিবি সভাপতি নাজমুল হাসান নিজে খোঁজ নিচ্ছেন। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, মাশরাফির ব্যবস্থাপত্র করে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ‘মাশরাফির ব্যাপারটা যতদূর জানি, বিসিবি সভাপতি আব্দুল্লাহ স্যারের (প্রধানমন্ত্রীর চিকিৎসক) সঙ্গে কথা বলেছেন। তাঁর প্রেসক্রিপশন পাঠানো হয়েছে। মাশরাফি তো সাংসদও। তাঁর ব্যাপারটা ভিন্ন। কিন্তু যখন বিপদ হয়, সাংসদ দেখে হয় না। মানসিকভাবে সবাই ধাক্কা খায়। তখন তার পাশে সবারই থাকা উচিত। কাল রাতে শুনলাম ভালো আছে, হাসিখুশি আছে।’