দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩২০১ ও মৃত ৪৪; বাড়ছে সুস্থের হার
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২০, ৩:০৭:১৭ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ ২৪ ঘন্টায় আরো ৩২০১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৪৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জনের করোনা শনাক্ত হলো এবং মারা গেলেন ২০৯৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন এবং দেশে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন।
সোমবার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।