বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২০, ১:৩৫:০৬ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলমকে বাংলাদেশ ব্যাংক স্কুলের পক্ষ হতে সংবর্ধনা প্রধান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংক স্কুলের প্রধান শিক্ষক মোঃ অবুল হাসেম এর সভাপতিত্বে মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মোঃ অাবুল কালাম ও মোঃ সিরাজুল ইসলাম।
সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল অামিন স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য যুগ্ম পরিচালক মোঃ নুর আহমদ, নিবাস কল্যাণ সমিতির সভাপতি মোঃ সহিদুল্লাহ, অভিভাবক ও যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী আকতার, স্কুল পরিচালনা কমিটির সদস্য জুমারা বেগম। সংবর্ধিত অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম স্কুলের সার্বিক মান উন্নয়নে শিক্ষকগণের আন্তরিক প্রচেষ্টা প্রত্যাশা করেন, সেই সাথে তাদের যৌক্তিক প্রয়োজন যত দ্রূত সম্ভব পুরণের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষ পর্যায়ে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি