বড়লেখায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২০, ৮:০৯:৩৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এই ¯েøাগানে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ’র সূচনা প্রকল্প।
ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সূচনার সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, সুজানগর ইউপি চেয়ারম্যান নসিব আলী, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, সাংবাদিক আব্দুর রব, সিংহগ্রাম সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক বদরুল ইসলাম, সূচনার কো-অর্ডিনেটর ও সেভ দ্যা চিলড্রেনের জেলা প্রতিনিধি কাজী আলম প্রমুখ।