কমলগঞ্জে প্রচেষ্টার খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২০, ৭:৪৭:৫৬ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা প্রচেষ্টা’র আয়োজনে চাইল্ড ফান্ড কোরিয়া’র অর্থায়নে এবং এডোকো’র সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলার আলীনগর ও মাধবপুরে আনুষ্ঠানিকভাবে গত বুধবার ও বৃহস্পতিবার এসব খাদ্যদ্রব্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, প্রচেষ্টার প্রজেক্ট অফিসার সানতারা বানু চৌধুরী, বিজয় কৈরী, ইউপি সদস্য গৌরি রাণী কৈরী, উত্তম গোয়ালা, আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্র, মণিটরিং অফিসার হেড অফিস মসিউর রহমান, হিসাব রক্ষক হেড অফিস নুরুল আমিন. স্বপন চন্দ্র দাস, প্রজেক্ট কো-অর্ডিনেটর মুক্তা দে, ইউপি সদস্য ছাবিদ আলী, সুমিত্রা রানী। দু’দিনে আলীনগর চা বাগানে ৬৩ জন এবং মাধবপুর, ধলই, মদনমোহনপুর, পাত্রখোলা চা বাগানের ১৮৭ জনের মাঝে বালতি, চাল, ডাল, তেল, সাবানসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।