ইনাম চৌধুরী’র সুস্থতা কামনায় রোববার সিলেটে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২০, ৭:৫৭:২১ অপরাহ্ন
সিলেটের কৃতি সন্তান, প্রাইভেটাইজেশন বোর্ডের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী রোববার বাদ আছর হযরত শাহজালাল (র.) এর দরগায় এ দোয়া মাহফিল আয়োজন করেছে তাঁর পিতার নামে গড়া সংস্থা গিয়াসুদ্দিন আহমদ স্মৃতি পরিষদ।
এতে ইনাম আহমদ চৌধুরীর শুভানুধ্যায়ীদের শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৬ নভেম্বর আগে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তিনি চিকিৎসকের শরনাপন্ন হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক এই চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিজ্ঞপ্তি