গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় আহত ৯
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২০, ৭:৫৯:৪২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় ৯ জন আহত হয়েছেন। তাদের উপজেলা হাসপাতালে নিয়ে এলে গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এলাকাবাসী জানান, রাস্তার উপর রক্ষিত বালুর স্তুপ ও অবৈধ যানবাহন, অদক্ষ চালকের কারনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টায় সারি-গোয়াইনঘাট রাস্তার প‚র্নানগর এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায়, গোয়াইনঘাটগামী সিএনজির সাথে বিপরীত দিক থেকে আাসা অটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ৯জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের চিৎকার শুনে ঘঠনাস্থলে ছুটে এসে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতদের মধ্যে সিএনজি চালক মহসিন হোসেন (৩০), আমীর হোসেন (২৫), শাহেদ আহমদ (৩০), বিলাল উদ্দিন (২৫) তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। হোসেন আহমদ (৬৫), বদরুল ইসলাম (২০), ময়নুল হোসেন (৬০), হাসিম, দুলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নাম্বারবহীন সিএনজি থানা হেফাজতে নিয়ে আসে। তবে অটো বাইকটি মালিক নিয়ে নেন বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে পুলিশ স‚ত্রে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান ১৫/২০ দিন থেকে রাস্তায় ব্যক্তিগত বালুর রাখায় প‚র্বে আরো দুটি দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া অবৈধ অটোবাইক, সিএনজি, ট্রাক্টর রাস্তায় দাপটের সাথে অবৈধভাবে চলাচল করায় যাত্রীরা নিরাপত্তাহীন থাকলেও কোন প্রশাসনিক উদ্যোগ গ্রহণ না করায় দুর্ঘটনা বাড়ছে বলে সচেতনমহল মনে করেন।