ডা. রকিব স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২১, ৬:০৩:৪৫ অপরাহ্ন
সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ ডা. এম. এ. রকিব এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুর ১২টায় সিলেট ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল পরিচালনা করেন সিলেট কালেক্টরেট মসজিদের ইমাম শাহ আলম। এসময় উপস্থিত ছিলেন সিলেট ডায়াবেটিক সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ এম. এ. মান্নান, যুগ্ম-কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সদস্য মো: মুজিবুর রহমান শওকত, নজমুল হক, আব্দুস সামাদ নজরুল, মো. বশিরুল হক, মো: সিদ্দিকুর রহমান (এডভোকেট), ডা. শিব্বির আহমদ শিবলী, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের চক্ষু কনসালটেন্ট ডা. এম. এ. লতিফ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথসহ সমিতি ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি