নগরীতে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের রহস্য কী?
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২১, ৭:২৯:৪০ অপরাহ্ন
গত ক’দিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে। এতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা রীতিমত অতিষ্ঠ হয়ে উঠেছেন। এসব এলাকায় দিনরাতে মিলিয়ে ১৫ থেকে ১৬ বার বিদ্যুৎ চলে যাচ্ছে বলে জানা গেছে। পিডিবি’র বক্তব্য হচ্ছে, নয়াসড়ক, বারুতখানা ও জেলরোড এলাকার ফিডারের ত্রুটির জন্য এধরনের সমস্যা হচ্ছে।
গত শনিবার সকাল থেকে নগরীর নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, পূর্ব জিন্দাবাজার, নাইওরপুল এবং রায়নগর সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। প্রতিঘন্টায় বেশ ক’বার বিদ্যুৎ চলে যায়। আবার এলেও ১০ মিনিটের বেশী স্থায়ী হয়না। এছাড়া অনেক এলাকা কয়েকঘন্টা একটানা বিদ্যুৎহীন ছিল। এর মধ্যে রায়নগরের দর্জিবন্দ এলাকার কথা বলা যায়। এভাবে বার বার বিদ্যুৎ আসা যাওয়ার ফলে কাজের যেমন ব্যাঘাত ঘটছে, তেমনি বৈদ্যুতিক যন্ত্রপাতি বিশেষভাবে টিভি, ফ্রিজ ও বাল্ব বিনষ্ট হচ্ছে। এমনকি বড়ো ধরনের দুর্ঘটনারও আশংকা সৃষ্টি হচ্ছে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, গত ২৭ নভেম্বর সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনার পর থেকে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অধিকতর নাজুক হয়ে পড়েছে। বলাবাহুল্য প্রতিবছর ঝড় বাদলের দিন এলে বিদ্যুৎ বিভ্রাট প্রকট আকার ধারণ করে। প্রায় প্রতিদিন একাধিকবার বিদ্যুৎ চলে যেতে দেখা যায়। ঝড়-তুফান তো বটে একটু জোরে বাতাস দিলেই বিদ্যুৎ চলে যেতে দেখা যায়। কিন্তু এবার ঝড়ো মৌসুম আসার আগেই যেভাবে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে, তা ঝড় তুফানের দিনে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, তা ভাবতেই অনেকে শংকাবোধ করছেন।
কুমারগাঁওয়ের বৈদ্যুতিক বিপর্যয়ের ঘটনাসহ বিভিন্ন সময়ে বিদ্যুৎ বিভ্রাটের ফলে নগরীসহ বিভিন্ন স্থানে লোকজন অনেক দুর্ভোগের শিকার হয়েছেন। ব্যবসা বাণিজ্যে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ধারা এখনো অব্যাহত আছে। করোনা মহামারীর দরুন বিশে^র বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও এখন মন্দাবস্থা বিরাজ করছে। ফলে ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। এ অবস্থায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতিকে আরো শোচনীয় করে তুলতে পারে। অবিলম্বে বিদ্যুতের এই সমস্যা দূর করা না গেলে, ব্যবসায়ীরা যেমন আর্থিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে পড়বেন, তেমনী সাধারণ মানুষের ভোগান্তিও বেড়ে যাবে অনেক গুণ। করোনাকালিন এই সময়ে এটা মোটেই অভিপ্রেত নয়।
আমরা জানি, দেশে যথেষ্ট বিদ্যুৎ উৎপাদিত হলেও বিদ্যুৎ সঞ্চালন কাঠামো অত্যন্ত দুর্বল। দেশের এই অর্থনৈতিক চ্যালেঞ্জের সময়ে জরুরী ভিত্তিতে বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থাকে টেকসই করে গড়ে তোলা প্রয়োজন। অন্যথায় মানুষের প্রাত্যহিক দুর্ভোগ ছাড়াও জাতীয় অর্থনীতিতে তা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করবে এতে কোন সন্দেহ নাই।