দুই ছাত্রদল নেতার মৃত্যুতে এনামুল হক চৌধুরীর শোক
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২১, ৬:৫১:২৪ অপরাহ্ন
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ফাজিল চিশতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই ছাত্রদল নেতা সজিব আহমদ ও লুৎফুর রহমান মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
মঙ্গলবার এক শোক বার্তায় তিনি নিহত ছাত্রদল নেতা সজিব আহমদ ও লুৎফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি শোক বার্তায় বলেন, প্রশাসনের উদাসীনতার কারণে শহরের মধ্যে প্রায়ই এ ধরনের বড় দুর্ঘটনা ঘটছে। সিলেট শহরের মধ্যে ট্রাকের গতি নিয়ন্ত্রণ রাখার কথা থাকলেও বেপরোয়া চলাচলে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে। প্রশাসনের চোখে বুড়ো আঙ্গুল দেখিয়ে যন্ত্রদানব এই ট্রাকগুলো শহরকে হাইওয়ে সড়ক বানিয়ে ফেলেছে। এর প্রমাণ হিসেবে প্রাণ দিতে হয়েছে দুই ছাত্র নেতাকে। তিনি অনতিবিলম্বে মূল শহরের মধ্যে ট্রাক চলাচল বন্ধ করে শহরের বাহিরে দিয়ে যান চলাচলের ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি