চালক নামাজে, গাড়ি উধাও! অত:পর আটক ২, উদ্ধার গাড়ী
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২১, ৭:০৫:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মসজিদের সামনে সিএনজি অটোরিকশা রেখে নামাজ পড়তে ঢুকেন চালক। নামাজ শেষে আর গাড়ীটি যথাস্থানে পাননি। চুরি হয়ে যায় গাড়ীটি। ঘটনাটি ঘটে সিলেটের দক্ষিণ সুরমার বেটুয়ারমুখ জামে মসজিদের সামনে। এ ঘটনায় থানা মামলা দায়ের হয়।
অবশেষে ঘটনার ২৪ দিন পর সেই গাড়ি চুরির মামলার দুইজনকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া অটোরিকশাটিও। মঙ্গলবার রাতে সিলেট সদর উপজেলার জাঙ্গাইল পয়েন্টের পাশের আলীম পেইন্টিং ওয়ার্কশপ থেকে সেই সিএনজি অটোরিকশা গাড়িটি উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, রুমন আহমদ (২০)। সে দক্ষিণ সুরমা উপজেলার বেটুয়ারমুখ গ্রামের মো. সালিক আহমদের ছেলে ও আমির হোসন জালালাবাদ থানার পশ্চিম জাঙ্গাইল গ্রামের মৃত জাহাঙ্গির আলমের ছেলে।
পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর সিএনজি অটোরিকশা চালক দুলাল মিয়া দক্ষিণ সুরমা থানাধীন বেটুয়ারমুখ জামে মসজিদের সামনে গাড়িটি রেখে জোহরের নামাজ পড়তে মসজিদে ঢুকেন। গাড়িটি নাম্বার প্লেটবিহীন ছিলো। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গাড়িটি আর পাননি দুলাল মিয়া। এ ঘটনায় গাড়ির মালিক মো. শরীফ আলী দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন।